ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার দৌলতদিয়া বদন মৃধা পাড়ায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাবড়ি সহ মো. রাব্বি মন্ডল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের সুমন মন্ডলের ছেলে।
এসময় মাদক কারবারের সাথে জড়িত মো. সাহেব মৃধা (৩৫) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। সে স্থানীয় বদন মৃধা পাড়ার মৃত বদন মৃধার ছেলে। পুলিশ বাদী হয়ে সোমবার রাতেই উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধা পাড়ার সাহেব মৃধার বাড়িতে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে বলে খবর পায়। খবর পাওয়া মাত্র সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে হাতেনাতে উল্লেখিত রাব্বি মন্ডল নামের ওই তরুণকে গ্রেপ্তার করতে পারলেও বাড়ি মালিক সাহেব মৃধা পালিয়ে যায়। এসময় উপস্থিত সকলের সামনে রাব্বি মন্ডলের হাতে থাকা সিমেন্টের কাটা ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল এবং ৫০পিস ইয়াবাবড়ি জব্দ করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সোমবার রাতেই থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাব্বি মন্ডল ও পলাতক সাহেব মৃধাকে অভিযুক্ত করে মাদকদ্রব্য আইনে মামলা(নং-২৯) দায়ের করেছেন। আজ মঙ্গলবার তাদেরকে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।