ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লোকোসেড বধ্যভূমি, কেন্দ্রিয় বাসটার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, রফিক, শহীদ, সাদিক ও আব্দুল আজিজ খুশির কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা, সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কিৃতক ও সামাজিক সংগঠন।
পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় স্কুল, কলেজের শিক্ষার্থী, সরকারী ও বেসরকারী দপ্তর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন পষ্পমাল্য অর্পন করে। এসময় মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে অলোচনা সভা করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রমূখ।