মইন মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া (পোড়াভিটা) এলাকা থেকে ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার মৃতঃ মতলেব শেখ এর ছেলে মোঃ জাহিদ শেখ (৩২)।
জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিঠু ফকির ও এএসআই মোঃ সামাদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া (পোড়াভিটা) সাকিনস্থ শামিমের দোকানের সামনের ইটের রাস্তার উপর হতে ৪ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্ৰেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ঘটনায় শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণো আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে একইদিনে বেলা ১১টা ৪৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক ও এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলা সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর সাকিনস্থ বসন্তপুর কো–অপারেটিভ হাই স্কুলের পাশে জনৈক মোঃ ইউসূফ পাটোয়ারী বাড়ীর পিছনে মেহগনি বাগানের ভিতর হতে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদককারবারী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদককারবারী রাজবাড়ী সদর এর বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকার মো. নিজাম শেখ এর ছেলে মো. নাহিদ শেখ (২২)। আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।