• ঢাকা
  • শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২১

গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে ব্যাটমিন্টন টর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক

মইন মৃধা, গোয়ালন্দঃ মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদ চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।

উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফকীর মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন অচেনা পথে বনাম টুটুল স্মৃতি সংসদ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর