ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দ. রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধানগণ অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বিগত বছরের তুলনায় এবারের বিজয় দিবসটি সুন্দরভাবে পালন করা হবে। এ ছাড়া এ দিবসে উপজেলার সকল সরকারি ও বেসরকার প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হবে।