ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আইনি জটিলতায় ভুক্তভোগী গ্রামীন দরিদ্র জনগোষ্ঠিদের কাছে আইনী সহায়তা ও আইনী পরামর্শ প্রদানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর
উপজেলার চন্দনী ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদে হল রুমে এ সভা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার আব্দুল্লাহ আল হাবিব। এসময় আরো বক্তৃতা করেন চন্দনী ইউনিয়নের বাবুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমূখ। সভায় ইউনিয়নের সদস্য ও দরিদ্র জনগোষ্ঠির সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ আব্দুল্লাহ আল হাবিব বলেন, অবহেলিত দরিদ্র ও নিপীড়িত সাধারন মানুষ বিভিন্ন সময়ে নানা ধরনের আইনী জটিলতার সম্মুক্ষিন হন। দরিদ্র অসহায় মানুষের কাছে আইনী সহায়তা পৌছে দিতে এবং আইনী সমস্যা থেকে তাদের পরিত্রানের লক্ষে লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ সভার আয়োজন। যাদের আর্থিক ও পরামর্শ মূলক সহায়তার প্রয়োজনে তাদের লিগ্যাল এইড আইনগত সহায়তা কেন্দ্রে’র নিকট সহযোগীতার আবেদন করা হলে তাদের পাশে থাকবে এ কমিটি। প্রয়োজনে আইন গ্রহিতা তার পছন্দের আইনজীবির মাধ্যমে আইনী সহায়তা পাবে বলে জানান। অহেতুক মামলা রোধেও পরামর্শ দেওয়া হয় এখান থেকে।