Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর

১৯৫৪ সালে বঙ্গবন্ধুর সাইকেলের স্মৃতি ধরে রাখতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ৬:১১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ১৯৫৪ সালে রাজবাড়ীতে যুক্ত ফ্রন্টের প্রাদের্শিক নির্বাচনী প্রচারনায় রাজবাড়ীর বিভিন্ন স্থানে সাইকেল চালিয়ে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্মৃতি ও তার আদর্শকে নতুন ও তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাইকেল র‌্যালির আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন। যে সাইকেলে করে বঙ্গবন্ধু প্রচারনা করেছিলেন বর্তমানে সেটি ঢাকা জাদুঘরে স্মৃতি হিসেবে রাখা আছে।

শনিবার সকালে রাজবাড়ীর শ্রীপুর কেন্দ্রিয় বাস টার্মিনালে কবুতর ও বেলুন উড়িয়ে র‌্যালিটি উদ্বোধন করা হয়। র‌্যালিটি বাস টার্মিনাল থেকে শহীদ খুশি রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপিত্বে সাইকেল র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের মহিল এমপি ছালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম সাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।

১৯৫৪ সালে রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ফ্রন্টের প্রাদের্শিক নির্বাচনে ১৫দিন থেকে সাইকেলে করে প্রচারনা করেন। ওই সময় রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য ওয়াজেদ আলী চৌধুরীর প্রাদের্শিক নির্বাচনী প্রচারনায় প্রচারনায় জেলার বিভিন্ন স্থান ঘুরে বেড়ান। তার অংশ হিসেবে রাজবাড়ীতে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে তরুন প্রজন্মের কাছে স্মৃতি ও আদর্শ তুলে ধরতে সাইকেল র‌্যালির আযোজন করা হয়। এতে জেলার পাঁচ শতাধিক মানুষ সাইকেল নিয়ে অংশ গ্রহন করে। বঙ্গবন্ধু সাইকেলটি পনের দিনের জন্যে রাজবাড়ীর শওকত আলী মোল্লার কাছ থেকে নির্বাচনী প্রচারনার জন্যে নিয়েছিলেন। পনের দিন পরে তাকে সাইকেলটি ফেরত দেওয়া হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসন, সংসদ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দের সহায়তায় গত কয়েক বছর আগে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে ঢাকার যাদুঘরে নেওয়া হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন। রাজবাড়ীর বিভিন্ন স্থানে তিনি সাইকেল চালিয়ে প্রচারনা করেছিলেন। এরই অংশ হিসেবে মুজিব বর্ষের এ সময়ে বঙ্গবন্ধুর স্মৃতিকে আদর্শ করে নতুন পজন্মের কাছে তুলে ধরতে তাদের এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, ১৯৫৪ সালে তার পিতা যুক্ত ফ্রন্টের নির্বাচন অংশ নেন। সেই সময়ে বঙ্গবন্ধু তার বাবা ওয়াজেদ আলী চৌধুরীর নির্বাচনী প্রচারনায় অংশ নিতে আসেন। এ নির্বাচনে তিনি সাইকেলে করে বিভিন্ন স্থানে প্রচারনা চালান। সেই স্মৃতিকে ধরে রাখতেই এই আয়োজন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ীতে এবং গোপালগঞ্জে নিজ বাড়ীতে বঙ্গবন্ধু যখন আসতেন তখন থেকে তার অনেক স্মৃতি রাজবাড়ীতে রয়ে গেছে। নির্বাচনী প্রচারনা করতে তখন একমাত্র বাহন ছিল সাইকেল। তিনি সাইকেল চালিয়ে রাজবাড়ীর বিভিন্ন স্থানে গিয়েছেন সেই স্মৃতিকে ধরে রাখতে আজকের তরুন প্রজন্মের কাছে সাইকেল র‌্যালীর আয়োজন। তার আরো স্মৃতি রাজবাড়ীতে ধরে রাখতে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে করা হবে বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা