Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর

দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মায় ঝাপ দিয়ে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ৯:১৬ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিনিধি, গোয়ালন্দঃ ফেরি থেকে ছেলেকে সাথে করে পদ্মা নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কাজল বেগম নামের এক গৃহবধু (৪০)। তিনি ফরিদপুর শহরের লক্ষ্মীপুর টেপাখোলা মহল্লার আব্দুর রশিদের স্ত্রী। বুধবার বেলা ১১টার দিকে ছোট ছেলে সাথে করে ঢাকা যাবার পথে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন উদ্ধার করলে ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার ৬নম্বর ফেরি ঘাটে দেখা যায়, স্থানীয় এক বাড়ির সামনে তাকে মাদুর বিছিয়ে বিশ্রামে রাখা হয়েছে। তাকে ঘিরে রেখেছে অনেক উৎসুক মানুষ। এ সময় ওই গৃহবধু হাউমাউ করে কান্না করছিল। কান্নারত অবস্থায় তিনি জানান, তার স্বামী চার-পাঁচ বছর আগে তাদেরকে ফেলে অন্যত্র আরেকটি বিয়ে করে চলে গেছেন। তাঁদের ঘরে আব্দুল কাউছার (১১) ও আব্দুর রহমান (৬) নামের দুই ছেলে সন্তান রয়েছে। স্বামী ছেড়ে চলে যাওয়ায় দুই সন্তানকে নিয়ে তিনি অনেক কষ্টে দিন পার করছিলেন। মা ও বাবা তারা কেউ বেঁচে নেই। উপায় না পেয়ে কিছুদিন পর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের মামা আব্দুস শুকুর মিয়ার বাড়িতে ওঠেন। সেখানেই দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। মামার বাড়ির সকল কাজ করতেন, বিনিময়ে তারা দুই বেলা খাবার পেতেন। তবে মাঝে মধ্যেই বাড়ির সবাই রাগারাগি করতেন। বড় ছেলে আব্দুল কাউছার (১১) প্রায় এক মাস আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় চলে যায়। ঢাকার মিরপুর মাজার রোড এলাকায় অবস্থান করছে বলে তিনি জানতে পেরেছেন।

আবেগ আপ্লুত হয়ে ওই গৃহবধু আরো জানান, ছোট ছেলে আব্দুর রহমানকে নিয়ে মামা বাড়ি থাকলেও পরিবারের সবাই তাকে নানাভাবে নির্যাতন করতো। তারা তাকে প্রায় আত্মহত্যা করতে বলতেন। নিজের জীবনকে আর মেনে নিতে পারছিলেন না। তাই সকালে বড় ছেলের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। দৌলতদিয়া ঘাটে পৌছানোর পর ফেরিতে উঠে ছেলেকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পরিবারের নির্যাতনের কথা মনে করে তিনি ফেরি থেকে ছোট ছেলে সাথে নিয়েই নদীতে ঝাপ দেন। এসময় ফেরিতে থাকা পরিবহন চালকসহ স্থানীয় কয়েকজন তাৎক্ষনিকভাবে নদীতে লাফ দিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো. মিলন হোসেন জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট থেকে মা ও শিশু ছেলেকে উদ্ধার করে আমাদের গাড়িতে করেই গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। পরে বিষয়টি তাদের পরিবারকে এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হয়েছে। পরিবারের লোকজন তাদেরকে নিতে রওয়ানা হয়েছে বলে জানি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি