০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে প্রধান শিক্ষকের সাথে প্রতারনা

বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে ডিসি অফিস থেকে স্কুলের জন্য ল্যাপটপ দেওয়া হবে বলে প্রধান শিক্ষককে ফোন করে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ওই চক্র ল্যাপটপের কথা বলে নগদ একাউন্টের মাধ্যমে ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেছেন প্রধান শিক্ষক চাঁদ সুলতানা।
ভুক্তভোগী বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, সকাল ৯.২৬ মিনিটের সময় ০১৯৫২৫৮৩৮৭৯, ০১৮১০৩৯২৪৯৩ নম্বর থেকে আমাকে ফোন করে বালিয়াকান্দি সহকারী কমিশনার ভূমি পরিচয় দেয়া হয়। মোবাইলে ওই ব্যক্তি জানায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার বিদ্যালয়ের জন্য ল্যাপটপ দেয়া হবে এ জন্য ৮ হাজার টাকা পাঠাতে হবে। এসিল্যান্ড পরিচয় পেয়ে আমি টাকা পাঠিয়ে দিই। পরে বুঝতে পারি আমি প্রতারনার স্বীকার হয়েছি। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। আমার নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যাক্তিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের কাছে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা চাচ্ছেন। যা সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। এবিষয়ে সকলকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এসিল্যান্ডের ফেসবুক আইডি ও ইউএও বালিয়াকান্দি আইডি থেকে সতর্কমূলক পোষ্ট দেয়া হয়েছে। আমার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে উক্ত লেনদেন থেকে বিরত থাকবেন।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে প্রধান শিক্ষকের সাথে প্রতারনা

পোস্ট হয়েছেঃ ১০:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে ডিসি অফিস থেকে স্কুলের জন্য ল্যাপটপ দেওয়া হবে বলে প্রধান শিক্ষককে ফোন করে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ওই চক্র ল্যাপটপের কথা বলে নগদ একাউন্টের মাধ্যমে ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেছেন প্রধান শিক্ষক চাঁদ সুলতানা।
ভুক্তভোগী বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, সকাল ৯.২৬ মিনিটের সময় ০১৯৫২৫৮৩৮৭৯, ০১৮১০৩৯২৪৯৩ নম্বর থেকে আমাকে ফোন করে বালিয়াকান্দি সহকারী কমিশনার ভূমি পরিচয় দেয়া হয়। মোবাইলে ওই ব্যক্তি জানায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার বিদ্যালয়ের জন্য ল্যাপটপ দেয়া হবে এ জন্য ৮ হাজার টাকা পাঠাতে হবে। এসিল্যান্ড পরিচয় পেয়ে আমি টাকা পাঠিয়ে দিই। পরে বুঝতে পারি আমি প্রতারনার স্বীকার হয়েছি। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। আমার নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যাক্তিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের কাছে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা চাচ্ছেন। যা সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। এবিষয়ে সকলকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এসিল্যান্ডের ফেসবুক আইডি ও ইউএও বালিয়াকান্দি আইডি থেকে সতর্কমূলক পোষ্ট দেয়া হয়েছে। আমার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে উক্ত লেনদেন থেকে বিরত থাকবেন।