নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহনে উপজেলা এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজক গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. নিজামউদ্দিন আহম্মেদ।
সভায় জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। কেউ যদি মনে মনে কোন ধরনে কুচিন্তা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। সে যতবড় শক্তিশালীই হোন না কেন, অন্যায় করলে কোন ছাড় পাবে না। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা।