Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ছোট যানবাহনের ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ নভেম্বর ২০২১, ১১:৪০ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা ছোট যানবাহন গুলো রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভিড় করছে। অধিকাংশ মানুষ মাইক্রোবাস, প্রাইভেট কারের মতো ছোট গাড়িতে করে ঘাটে আসছেন।

শনিবার সকালে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটা ফেরিতেই ছিল ছোট যান বেশি। অপরদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষকে ছোট গাড়িতে করে আসতে দেখা যায়।

শনিবার (০৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করে দেখা যায়, লঞ্চ চালু থাকলেও তা দুপুরের পর বন্ধ রাখার ঘোষনা দেন কর্তৃপক্ষ।

ফেরি ঘাটে দেখা যায়, স্থানীয়দের পাশাপাশি বহিরাগত অনেক ব্যাটারিচালিত অটোরিকশা, মাহিন্দ্র, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভিড় করে আছে। ফেরিতে নদী পাড়ি দিয়ে আসা যাত্রীরা এ ধরনের যানবাহনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এসে রাজধানীর দিকে ছুটছে। এ সময় কয়েক যাত্রী অভিযোগের সুরে বলেন, গণপরিবহন বন্ধ থাকার অজুহাতে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৯ ফেরি চলাচল করছে বলে জানা যায়। পাটুরিয়া ঘাট ছেড়ে যাওয়া অধিকাংশ ফেরিগুলোতে ব্যক্তিগত গাড়ির চাপ দেখা যায়।

মাদারিপুর থেকে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন আনোয়ার হোসেন। সঙ্গে ছিল তার স্ত্রী ও একমাত্র সন্তান। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে আলাপকালে তিনি বলেন, কয়েক দিন আগে তিনি ছুটিতে বাড়ি গিয়েছিলেন। অফিসের চাপে যেভাবেই হোক যেতে হচ্ছে।

বিভিন্ন স্থান থেকে আসা মাইক্রোবাসে যাত্রী তোলায় ব্যস্ত শ্রমিক শাহ আলম বলেন, তিনি গণপরিবহনের যাত্রী তোলার কাজ করেন। বিনিময়ে পরিবহন থেকে জনপ্রতি যাত্রী বাবদ নির্ধারিত অঙ্কের টাকা পান। গণপরিবহন বন্ধ থাকায় বিপদে পড়েছেন। বাধ্য হয়ে ফেরিঘাটে এসেছেন মাইক্রোবাসে যাত্রী তুলে দিতে। তার মতো এ রকম অনেকে ঘাটে যাত্রী তোলার কাজ করছেন।

তিনি বলেন, ‘এক দিন কাজ না করলে খাবার জুটবেনা তাই উপায় না পেয়ে ফেরিঘাটে আসা যাত্রীদের মাইক্রোবাস, প্রাইভেট কারে তুলে দিচ্ছি। স্বাভাবিক সময়ের চেয়ে এখন অনেক বেশি ভাড়া নেয়া হচ্ছে।’

গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন চাকরিজীবী হাসিবুল হক বলেন, ‘গত বৃহস্পতিবার ছুটি নিয়ে স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি দিতে গিয়েছিলাম। গণপরিবহন না থাকায় বিভিন্ন ছোট যানবাহনে ভেঙে ভেঙে প্রায় তিনগুন বেশি ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌছেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, গনপরিবহন বন্ধ থাকায় ঘাটে একটু চাপ কম। কিন্তু প্রাইভেট কার, মাইক্রোবাসের চাপ বেড়েছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা অধিকাংশ যাত্রী ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ভাড়া করে ছুটছেন রাজধানীতে । এ কারণে পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ রয়েছে। এসব গাড়ি ও যাত্রী পারাপার করতে ছোট ফেরির সঙ্গে পর্যায়ক্রমে বড় ফেরিও চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে পালালো খুনি

গোয়ালন্দে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেলেন বাড়িওয়ালা

পাংশায় পাইপগানসহ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে পদ্মা নদীর তিন ইলিশ বিক্রি হলো ২৪ হাজারে