Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

গোয়ালন্দে কাউন্সিলরের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ নভেম্বর ২০২১, ১১:০৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন মোল্লার বিরুদ্ধে শারিরীক প্রতিবন্ধী মো. ওমর আলীর ১৫ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগ উঠছে। বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরেন।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর।

বুধবার (০৩ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ওমর আলী মল্লিক ও তার পরিবার। এসময় সাংবাদিকদের সামনে লিখিত অভিযোগ পড়ে শোনান তার ছেলে সৌদি প্রবাসী রেজাউল করিম মোল্লা।

লিখিত অভিযোগে বলেন, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের মল্লিক পাড়ায় প্রতিবন্ধী ওমর আলী মল্লিকের ৮৭ নং মৌজা প্রস্তাবিত ৮৯২/২ নং খতিয়ানের ২২৯৩ নং দাগের বাড়ির জমি ৯৩ শতাংশের মধ্যে ১৫ শতাংশ জমি রয়েছে। জমির সীমানা নিয়ে বিরোধের কারনে স্থানীয়ভাবে মাপ ঝোকের জন্য স্থানীয় ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লার কাছে যান। কাউন্সিলর বিভিন্ন অযুহাত দেখিয়ে তাকে ঘুরাতে থাকেন। কৌশলে আরেকজনের কাছে ভোগ দখলে দিতে মরিয়া হয়ে উঠে। এমতাবস্থায় জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন ওমর আলী। এই সুযোগে কাউন্সিলর তার নিকট জমি বিক্রি করতে বলায় প্রতি শতাংশ জমি ১ লক্ষ ৫০ হাজার টাকা দরে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেন। কাউন্সিলর ২২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে মাত্র ১ লক্ষ টাকা প্রদান করে চক্রান্ত করে সাব রেজিস্ট্রী অফিসে গিয়ে একজন দলিল লেখক দিয়ে কাউন্সিলরের নামে পাওয়ার অব এটর্নি অর্থাৎ আম মোক্তার নামায় সাক্ষর করিয়ে নেয়। বাকি ২১ লাখ ৫০ হাজার টাকা শাহিন মোল্লা অন্য মালিকের কাছে বিক্রি করার পর দেওয়ার কথা জানায়। এমতাবস্থায় সেই জমি পাওয়ার অব এটর্নির বলে শাহিন মোল্লা অন্যত্র বিক্রি করে ২০ লাখ টাকা গ্রহণ করে। বিষয়টি জানার পর টাকা দাবী করলে টাকা না দিয়ে উল্টো নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। বাধ্য হয়ে বিষয়টি সমাধানের জন্য গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলামের স্মরণাপন্ন হই।

এ ঘটনায় অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম অভিযুক্ত কাউন্সিলর শাহিনকে নিয়ে শালিসের মাধ্যমে সমাধনের চেষ্টা করেন। এসময় প্রতিবন্ধী ওমর আলীর জমি ফিরিয়ে দিতে বলেন। কিন্তু শাহিন মোল্লা শালিস না মেনে চলে যান।সংবাদ সম্মেলনে শারিরীক প্রতিবন্ধী ওমর আলী প্রতিকার চেয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধান মন্ত্রীর সাহায্য কামনা করেন।

উপস্থিত ওমর আলীর একমাত্র ছেলে সৌদি প্রবাসী রেজাউল করিম মোল্লা বলেন, আমরা এক ভাই ও এক বোন। আমি দেশের বাইরে ছিলাম। প্রায় ৪ মাস আগে দেশ ফিরেছি। দেশে ফেরার আগেই শারীরিক প্রতিবন্ধী বাবা অসুস্থ্য হওয়ায় এবং পরিবারের টাকার প্রয়োজন হওয়ায় কাউন্সিলর শাহিনের স্মরনাপন্ন হলে তিনি নিজেই দখলের চেষ্টা করেন। আমরা এর সঠিক বিচার দাবী করছি।

এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর শাহিন মোল্লা বলেন, শারীরিকভাবে অসুস্থ্য ওমর আলী মোল্লা অন্তত ১৫দিন ঘুরে আমাকে পাওয়ার অব এটর্নি দেন। পরে তার প্রয়োজনে আমি নগদ ১ লাখ টাকা এবং আড়াই লাখ টাকার একটি চেক দিয়েছি। বর্তমানে জমি ওইভাবেই পড়ে আছে। তার সাথে কথা ছিল জমি বিক্রি করে টাকা দিয়ে দিব। জমি বিক্রি করতে পারলাম না অথচ আমার নামে মিথ্যা অভিযোগ শুরু হয়েছে। শুনেছি এক-দুই দিন আগে স্থানীয় কিছু ছেলেপেলে ২০ লাখ টাকা জমির মূল্য নির্ধারন করে নগদ ১০লাখ টাকা প্রদান দেখিয়ে একটি বায়নানামা করেছে। যার প্রমানপত্র আমার কাছে আছে। চক্রটি তাঁকে দিয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা