হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ “ মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”- এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে রাজবাড়ী জেলা পুলিশ।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে। র্যালীতে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সিভিল সার্জন ইব্রাহিম টিটন সহ কমিউনিটি পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে র্যালী শেষে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়- প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম আলোচনায় অংশগ্রহণ করেন।
মো. জিল্লুল হাকিম বলেন- এ বছরের কমিউনিটি পুলিশিং-এর স্লোগান ভালো হয়েছে। জনসেবা আর সম্প্রীতির বন্ধনের রাজবাড়ী পুলিশ ভালো কাজ করছেন। তবে কমিউনিটি পুলিশের সদস্যরা যেন পুলিশকে মিথ্যা তথ্য না দিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করে সেই বিষয়টির প্রতি গুরুত্ব তুলে ধরেন তিনি। দেশের বিভিন্ন স্থানে সম্প্রীতি বিনষ্টকারীরা বিভিন্ন ধরনের তান্ডব চালালেও রাজবাড়ীতে পুলিশের তৎপরতার কারণে এখন পর্যন্ত কোন দুর্ঘটনা ঘটেনি। আগামীতে পুলিশের বর্তমান তৎপরতা ধরে রাখার অনুরোধ করেন তিনি।
পরে আলোচনা সভা শেষে কালুখালী উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল জেলার সেরা কমিউনিটি পুলিশ সদস্য এবং গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সৈয়দ ইমামুজ্জামান জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়। তাদের মধ্যে ক্রেস্ট ও সন্মাননা পত্র তুলে দেন অতিথিবৃন্দ।