কামাল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাট হকার্স ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে হকার্স ঐক্য কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এর আগে অনুষ্ঠিত সভায় হকার্সদের সম্মতিক্রমে তাদের নানা দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। এসময় হকার্সদের দুঃসময়ে পাশে থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা, অসহায় হকার্সদের পরিবারের সদস্যদের সহায়তা করা, হকার্সদের সংগঠিত করে স্বচ্ছভাবে কাজ করার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে মো. বাবু মন্ডলকে সভাপতি ও মো. সোহবার হোসেন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মো. নিজাম প্রামানিক, মো. রাজ্জাক মোল্যা, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. মোক্তার সরদার, সাংগঠনিক সম্পাদক মো. জামাল শেখ, কোষাধ্যক্ষ মো. ইকলাছ দেওয়ান, প্রচার সম্পাদক মো. আরিফ সরদার, দপ্তর সম্পাদক মো. জয়নদ্দিন কাজীকে নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. মোজাম্মেল মোল্লা, মো. সোনাই সরদার ও মো. ইউনুছ শেখকে নির্বাচিত করা হয়।