মইন মৃধা, গোয়ালন্দঃ তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষে উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উপজেলার ষ্কুল পর্যায়ে বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালন্দ প্রপার হাই ষ্কুল মাঠে প্রশিক্ষণ সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ষ্কুল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন মো. লিয়াকত হোসেন, আঃ মাজেদ ও মিরাজ বিশ্বাস ।
প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা। অনুষ্ঠান শেষে ৪ টি দলের মাঝে সমাপনী সনদ ও ৪ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ তুলে দেয়া হয়।