Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

গোয়ালন্দে আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১০:২৩ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান নুর ইসলাম মুন্নু বলেন, নেতাকর্মীদের সাথে কোন প্রকার আলোচনা, কর্মীসভা বা বর্ধিত সভা ছাড়াই তিন লাখ টাকার বিনিময়ে জেলা আহবায়ক কমিটি ১৮অক্টোবর রাতের অন্ধকারে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি দেওয়া হয়েছে।

সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ৭নং যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন ১৮অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস উদযাপন করেছেন। ৮নং সদস্য আ. খালেক বেপারী আওয়ামী লীগে যোগদান করে শ্রমিক লীগের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। ২৭নং সদস্য আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীকের পক্ষে জাতীয় নির্বাচনে প্রচারণা চালিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন পূর্ব ঘোষিত জেলা আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক ও অব্যাহতি পাওয়া সদস্য সচিব মনজুরুল আলম দুলাল এর ১জানুয়ারী স্বাক্ষরিত কমিটির উপজেলা বিএনপির আহবায়ক সুলতান নুর ইসলাম, সদস্য সচিব নাজিরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক এডভোকেট এবিএম ছাত্তার, সদস্য সচিব গোলাম মোন্তাহা রাতুল, উপজেলা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক সুলতান উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরো মোল্লা, কৃষক দল নেতা রুস্তুম মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি মুরাদ আল রেজা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মী। এরা জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম গ্রুপ হিসেবে পরিচিত।

এর আগে, গত ১৮ অক্টোবর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্যাডে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাড. কামরুল আলম-এর যৌথ স্বাক্ষরে উপজেলা বি.এন.পির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখকে আহবায়ক এবং মোশারফ আহমেদকে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।এরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ্যাড. আসলাম মিয়া গ্রুপ হিসেবে পরিচিত। এই কমিটির ২নং যুগ্ন-আহবায়ক আইয়ুব আলী খান বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিন দিন আগে পদত্যাগ করেন।

২নং যুগ্ন-আহবায়ক মো. আইয়ুব আলী খান পদত্যাগের বিষয়ে জানান, আমাকে ব্ল্যাকমেইল করে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আমি পরবর্তীতে আবার পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিয়েছি এবং এই আহবায়ক কমিটির সাথেই আছি বলে জানান।

সদস্য সচিব মোশাররফ আহমেদ টাকা খেয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ার অভিযোগ নাকচ করে বলেন, বিএনপি একটি বড় দল। এখানে হাজার হাজার নেতা-কর্মীর সিদ্ধান্তে সবার মতানৈক্য না হওয়াটা অস্বাভাবিক নয়। আমাদের সবার আদর্শ ও লক্ষ্য এক এবং অভিন্ন। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাবে বাংলাদেশের সর্ববৃহৎ এই দলটি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নিজাম উদ্দিন শেখ বলেন, এই কমিটি গঠনতান্ত্রিকভাবে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের সাক্ষরেই কমিটি হয়েছে। “টাকার বিনিময়ে কমিটি হয়েছে” এ কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন এ কথা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এটা একান্তই তাদের মনগরা কথা। তারা কমিটিতে ভালো জায়গায় আসতে পারে নাই, বিধায় এমন কথা বলে বেরাচ্ছেন।

এর আগে জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও যুগ্ন-আহবায়কের সাক্ষরিত একটি কমিটি অবৈধভাবে দেওয়া হয়েছিল। যা পরবর্তীতে সদস্য সচিবকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে শোকজ করে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি