মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৫ জেলে, ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ অক্টোবর) বিকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের জেল প্রদান করা হয় এবং আটককৃত জাটকা ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসায় দেয়া হয় এবং ৪০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।