• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২১

গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্টে বৈশাখী ক্লাব চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিভা অন্বেষণ ফুটবল টুর্নামেন্ট -২০২১ -এ বৈশাখী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বৈশাখী ক্লাব ট্রাইব্রেকারে ৩-২ গোলে প্রতিপক্ষ উড়ন্ত বয়েজ ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমিমাংসিত ছিল।

রানার আপ উড়ন্ত বয়েজ ক্লাবের স্ট্রাইকার সাগর হোসেন ম্যান অব দ্যা ফাইনাল এবং ৯ গোল করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। স্হানীয় বলাকা ক্লাব এ টুর্ণামেন্টের আয়োজন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র  মো. নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। খেলায় সভাপতিত্ত্ব করেন আয়োজক বলাকা ক্লাবের সভাপতি মোঃ চঞ্চল শেখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর