Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

নদীগর্ভে বিলীন রাজবাড়ীর গোদারবাজার শহর রক্ষা বাঁধের ২২০ মিটার

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ অক্টোবর ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ ভাঙ্গন লেগেই আছে রাজবাড়ীর শহর রক্ষা বেড়ি বাঁধ সংলগ্ন সিসি ব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধে। পানি কমতে থাকায় গত দুই দিনে গোদার বাজার তীর প্রতিরক্ষা বাঁধের ডান তীরে চর সিলিমপুর এলাকায় সিসি ব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধে তীব্র ভাঙ্গনে ২২০ মিটার এলাকা নদীগর্ভে ধ্বসে যায়।

এ স্থানে থাকা ১৫টি পরিবারের বাড়ি ঘর নদীতে বিলীন হয়। নদী ভাঙ্গন এখন শহর রক্ষা বেড়ি বাঁধের মাত্র ৫ মিটারের কাছে এসে ঠেকেছে। এতে চরম হুমকিতে পরেছে শহর রক্ষা বেড়ি বাঁধ। একই সাখে হুমকিতে পরেছে শত শত পরিবার। ভাঙ্গন অংশে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ও টিউব ফেলে ভাঙ্গন রক্ষা করার চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ড।

গত তিন মাসে নদী ভাঙ্গনে তীর প্রতিরক্ষা বাঁধের ১০টি স্থানে ১ হাজার মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। গত মে মাসে তীর প্রতিরক্ষা কাজটি শেষ করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ভাঙ্গন অব্যাহত থাকায় ৭ কিলোমিটার তীর সংরক্ষন বাঁধের স্থানে স্থানে সিসি ব্লক সরে গীয়ে ফাঁকা হয়ে যাওয়ায় ভাঙ্গন ঝুকিতে পরেছে পুরো বাঁধ এলাকা। ভাঙ্গন ঝুকতে পরেছে স্থানীয় কয়েকশত পরিবার।

ভাঙ্গন কবলিতরা বলেন, ভয়াবহ ভাঙ্গনের কবলে তারা এখন দিশেহারা। কালকের ভাঙ্গনে বেড়ি বাঁধের সংলগ্ন ১৪ থেকে ১৫টি পরিবার নদীতে বিলীন হয়েছে। প্রতিনিয়ত হুমকিতে বসবাস করছেন এ এলাকায় বসবাসরত সাধারন মানুষ। ভাঙতে ভাঙতে নদী এখন শহর ওক্ষা বেড়ি বাঁধের কাছে চলে এসেছে। বালুভর্তি বস্তা ফেলে ভাঙ্গন ঠেকা না গেলে বেড়ি বাঁধসহ শত শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে পরবে। সঠিকভাবে কাজ না হওয়ায় বার বার ভাঙ্গনের কবলে পরছে তীর প্রতিরক্ষা ও শহর রক্ষা বেড়িবাঁধ।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আহাদ বলেন, গোদার বাজার এলাকায় দেরশ মিটার এলাকায় ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গন অব্যাহত থাকায় ঠিকারদের মাধ্যমে ভাঙ্গন স্থানে বালূ ভর্তি জিও ব্যাগর বস্তা ও জিও টিউব ডাম্পিং করা হয়েছে। জিও টিউব দ্বারা বেড়ি বাঁধ রক্ষা করা সম্ভব হবে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার