ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ এক মাদক ব্যবসায়ী পেটের ভেতর থেকে ৮১০ পিস এবং অপর মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের হারুন মন্ডলের ছেলে পলাশ মন্ডল (২০) এবং খালেক শেখের ছেলে মোঃ আলহাজ শেখ (২০)। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা গোয়েন্দা শাখায় এক প্রেসব্রিফিং করা হয়।
এ সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে সন্দেহ জনকভাবে পলাশ ও আলহাজকে আটক করে। পরবর্তীতে তাদেরকে রাজবাড়ী জেলা শহরের একটি ক্লিনিকে এনে এক্সরে করা হয়। তাদের মধ্যে পলাশ মন্ডলের পেটে ক্যাপসুল আকারের বেশ কিছু ক্যাপসুলের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরবর্তীতে তার পেটে থাকা ওই ক্যাপসুলগুলো বের করে তার মধ্য থেকে ৮১০ পিস ও পৃথকভাবে আলহাজের কাছে থাকা আরো ৪৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।