ষ্টাফ রিপোর্টার, বালিয়াকান্দিঃ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার থেকে ইয়াবাবড়ি বিক্রিকালে হাতেনাতে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে র্যাব ৩১০পিস ইয়াবাবড়ি, নগদ টাকা ও মুঠোফোন জব্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের আব্দুল কুদ্দুস গাজীর ছেলে মো. এনামুল হক গাজী (২৬) ও একই গ্রামের মৃত চুন্নু বিশ্বাস এর ছেলে মো. সুমন বিশ্বাস (২১)। তাদের কাছ থেকে র্যাব ইয়াবাবড়ির পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৬টি সীমকার্ডসহ তিনটি মুঠোফোন, মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা জব্দ করে।
মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাতে নাতে ৩১০পিস ইয়াবাবড়ি সহ উল্লেখিত এনামুল হক ও সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তারা বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবাবড়ি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে রাতেই বালিয়াকান্দি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।