ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে আগত তহিদুল ইসলাম (৫৯) নামের এক ট্রেন যাত্রীর কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে রাজবাড়ী রেল ষ্টেশন থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তহিদুল ইসলাম রাজশাহীর বোয়ালিয়া উপজেলার তেরখাদিয়া গ্রামের বজলার রহমানের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রহমান ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী রেল ষ্টেশনে অভিযান পরিচালনা করা হয়। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল ষ্টেশনের ১নং প্লাট ফর্মে এসে থামে। ওই সময় তহুরুলের কাছ থেকে ২১৫ গ্রাম ওজনের হেরোইন, নগদ ২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সোমবার বিকেলেই রাজবাড়ী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।