নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের মাঠ চত্বর ঘেঁষে ঢাকা-খুলনা মহাসড়কে বিআইডব্লিউটিসির স্থাপিত ডিজিটাল ওজন স্কেল অন্যত্র স্থানান্তর এবং মহাসড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি গোয়ালন্দ উপজেলা শাখা। শনিবার বিকেল পাঁচটার দিকে পৌরসভার জামতলা বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম গোয়ালন্দ উপজেলা পরিষদের মাঠ ঘেঁষে বিআইডব্লিউটিসি ব্যস্ততম মহাসড়কে ডিজিটাল ওজন স্কেল নির্মাণ করে। স্কেলটির উভয় পাশে উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলার ৫০ শয্যার হাসপাতাল, প্রাণী সম্পদ কার্যালয়, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, জামতলা বাজার, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান রয়েছে।
২০১৪ সালে বিআইডব্লিউটিসি ঢাকাগামী পণ্যবাহী যানের ওজন দিতে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা শত শত পণ্যবাহী যানের জট তৈরী হয়। এতে হাসপাতালে প্রবেশ রাস্তাসহ বিভিন্ন দপ্তরের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সাথে স্কেলের উভয় পাশে মহাসড়কের অন্তত দেড় থেকে দুই কিলোমিটার কখনো তারও বেশি যানজট তৈরী হয়। এছাড়া মহাসড়কের দুই পাশে গর্ত করে রাখায় সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয়দের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত যানবাহনের যাত্রী, চালক, পথচারী।
শনিবার মানববন্ধন কর্মসূচি পালনকালে ওয়ার্কাস পার্টির সম্পাদক সুকুমার মন্ডল বলেন, প্রতিনিয়তি এই স্কেলের কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকান্ডও ব্যাহত হচ্ছে। বিশেষ করে হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানের প্রবেশের রাস্তা অবরুদ্ধ থাকছে। রোগীবাহি এ্যাম্বুলেন্স, জরুরি গাড়ি আসা যাওয়া করতে পারেনা। আমরা অনতিবিলম্বে ব্যস্ততম এলাকা থেকে স্কেলটি অন্যত্র সরানোর দাবী জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন যুব মৈত্রীর আহ্বায়ক কুদ্দুস আলম, জাতীয় শ্রমিক ফেডারেশন এর আহ্বায়ক মজিবর প্রামানিক, জাতীয় কৃষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ইছাক আলী মোল্লা, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন বিশ্বাস সহ ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, ওয়ার্কাস পার্টির নেতৃবৃন্দ।