০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক ২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বরকত সরদার পাড়া কেকেএস সেফ হোম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই তরুণকে আটক করেছে। তাদের কাছ থেকে পুলিশ দেশীয় অস্ত্রসহ আটকের দাবী করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  অরো ৮-৯ জন পালিয়ে যায়।

আটককৃত দুই তরুণ হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মেম্বার পাড়ার মো. মিলন শেখের ছেলে মো. ফিরোজ শেখ (২৩) ও হোসেন মন্ডল পাড়ার মো. জুড়ান সরদারের ছেলে সাগর সরদার (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, তিনটি ধারালো ছুরি, একটি চটের বস্তা ও একটি রশি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাত আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় কর্তব্যরত থাকা অবস্থায় থানার উপপরিদর্শক (এস.আই)মাছরুল আলম জানতে পারেন একদল ডাকাত সদস্য কেকেএস সেফ হোম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন পালিয়ে গেলেও মহাসড়কের পাশে অবস্থিত এক বাগান থেকে দেশীয় অস্ত্রসহ উল্লেখিত ২ জনকে আটক করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। বুধবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় সুযোগ পেলেই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তারা যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোয়ালন্দ নিরাপদ রাখতে সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত তারা

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক ২

পোস্ট হয়েছেঃ ০৫:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বরকত সরদার পাড়া কেকেএস সেফ হোম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই তরুণকে আটক করেছে। তাদের কাছ থেকে পুলিশ দেশীয় অস্ত্রসহ আটকের দাবী করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  অরো ৮-৯ জন পালিয়ে যায়।

আটককৃত দুই তরুণ হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মেম্বার পাড়ার মো. মিলন শেখের ছেলে মো. ফিরোজ শেখ (২৩) ও হোসেন মন্ডল পাড়ার মো. জুড়ান সরদারের ছেলে সাগর সরদার (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, তিনটি ধারালো ছুরি, একটি চটের বস্তা ও একটি রশি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাত আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় কর্তব্যরত থাকা অবস্থায় থানার উপপরিদর্শক (এস.আই)মাছরুল আলম জানতে পারেন একদল ডাকাত সদস্য কেকেএস সেফ হোম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন পালিয়ে গেলেও মহাসড়কের পাশে অবস্থিত এক বাগান থেকে দেশীয় অস্ত্রসহ উল্লেখিত ২ জনকে আটক করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। বুধবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় সুযোগ পেলেই মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তারা যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোয়ালন্দ নিরাপদ রাখতে সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।