Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে বন্যা কবলিত ২১ টি বিদ‍্যালয়, ১২ সেপ্টেম্বর পাঠদান নিয়ে শঙ্কা

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা কবলিত অবস্থায় রয়েছে। এর মধ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় পানিবন্দি বিদ্যালয়ে পাঠদান ব‍্যহত হওয়ার আশঙ্কা রয়েছে । তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার পানি নেমে যাবে। অন্যথায় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন সদর উপজেলার বরাট ইউনিয়নের ৬ নং কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে গিয়ে দেখা যায়, পদ্মা নদী থেকে মাত্র বিশ ফিট দূরে দুই তলা বিশিষ্ট বিদ‍্যালয়ের অবস্থান। পদ্মার পানি বৃদ্ধির ফলে বিদ‍্যালয়ের চারপাশে পানি প্রবেশ করেছে। বিদ‍্যালয়ের মাঠে রয়েছে হাটু পানি। নিচ তলা সাইক্লোন সেন্টার হিসাবে ব‍্যবহার হওয়া বিদ‍্যালয়টিতে দুই তলায় শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়ে থাকে। নিচ তলায় বন‍্যার পানি প্রবেশ করেছে।

একই অবস্থা মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের। বন‍্যার পানি প্রবেশ করেছে শ্রেনীকক্ষে। এঅবস্থান শিক্ষা কায‍‍্যক্রম মারাত্মক ব‍্যহত হবে। সেই সাথে অভিভাবকরাও রয়েছে দুশ্চিন্তায়।

৬ নং কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার দাশ জানায়, বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। তবে পানি কমতে শুরু করায় তারা আশা করছেন নির্ধারিত দিন থেকে ক্লাস শুরু করতে পারবেন। আর তাদের শ্রেণিকক্ষ দ্বিতীয় তলায়। নীচতলায় শুধুমাত্র প্রাক-প্রাথমিকের ক্লাস হয়। এই শ্রেণির পাঠদান শুরুর নির্দেশনা আসেনি।

গোপালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানায়, দীর্ঘদিন পর ১২ তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু বন্যার পানির কারণে সংশয় রয়েই যাচ্ছে।বিদ‍্যালয়ের চারপাশে পানি উঠে গেছে। এ পরিস্থিতির মধ্যেই আমরা বিদ্যালয়ের আশপাশ এবং শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন।

বরাট ইউনিয়নের  ফজলু মোল্লা নামে একজন অভিভাবক জানায়, তার এক মেয়ে কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেনীতে পড়ে। ১২ তারিখ থেকে বিদ‍্যালয় খুলবে। কিন্তু স্কুলে হাটু পানি। এরমধ্যে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। যদি পানিতে অঘটন ঘটে।

আরেক অভিভাবক বৃষ্টি খাতুন জানায়, তার ছেলে তৃতীয় শ্রনীর শিক্ষার্থী। স্কুল খুললেও তিনি পাঠাবেন না। কারণ বিদ‍্যালয়ে বন‍্যার পানি উঠেগেছে। এঅবস্থায় ছেলেকে স্কুলে পাঠালে সব সময় চিন্তায় থাকতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪১৯ টি। এর মধ্যে ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি অবস্থায় রয়েছে। বিদ‍্যালয়গুলো হলো, সদর উপজেলায় কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, গোপালবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়।

পাংশা উপজেলায় চর আফরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,পূর্ব চর আফরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, চর রামনগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়।

গোয়ালন্দ উপজেলায় চাঁদখান পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, তেনাপচা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, বেতকা সরকারি প্রাথমিক বিদ‍্যায়, বেথুরী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, সাহাজউদ্দিন মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়।

কালুখালী উপজেলায় হরিণাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,কৃঞ্চ নগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,কৃঞ্চনগর আব্দুর কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ‍্যালয়,

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমীন করিম জানায়, জেলার ২১ টি বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার পানি নেমে গেলে ক্লাস শুরু হবে। অন্যথায় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা

রাজবাড়ীতে শেষ হলো লোকজ ও সাংস্কৃতিক মেলা, ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন সহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ইউসিবি ব্যাংক বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

রাজবাড়ীতে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার