১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুরগিবাহী গাড়িতে চাঁদা না পেয়ে চালকসহকারীকে মারধর, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীজ এলাকায় ফেরির জন্য অপেক্ষমান মুরগিবাহী গাড়িতে চাঁদা না পেয়ে চালক ও সহকারীকে মারধরের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় লোকজন হাতেনাতে ঘটনার সাথে জড়িত ৭জনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলো গোয়ালন্দের দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়ার শুভ মন্ডল (২০), নাসির সরদার পাড়ার জাহিদ সরদার (৩৫), ছাত্তার মেম্বার পাড়ার মনিরুল ইসলাম ওরফে রনি (২০), গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার সাবিক মোল্লা (২০), দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার জাকির হোসেন (৩০), বাহির চর দৌলতদিয়ার নান্নু শেখ (৩৫) ও দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মো. সেলিম প্রামানিক (৩৪)।

মুরগিবাহী পিকআপ গাড়ির (ঢাকা মেট্রো ন-১৭-৬৪৭৭) চালক রুহুল আমিন জানান, আলামিন হোসেন (২৪) নামের সাথে করে সহকারী সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা থেকে মুরগি বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। রাত সোয়া দুইটার দিকে দৌলতদিয়া বরকত সরদার পাড়াস্থ বাংলাদেশ হ্যাচারীর কাছে পৌছে। এসময় তাদের গাড়িটি ওই লাইনের পিছনে পড়ে। আটককৃত ৭জনসহ আরো কয়েকজন লাঠি-সোটা নিয়ে গাড়ির কাছে আসে। এসময় ঘাট দিয়ে গাড়ি পার হতে প্রতি ট্রিপের জন্য তাদের ৪৫০০ টাকা করে দিতে হবে। না দিলে গাড়ি তারা পার হতে দিবে না। এমন দাবীর পর গাড়ি চালক ও সহকারী টাকা দিতে অস্বীকার করে।

উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে গাড়ি থেকে সহকারী আলামিনকে নামিয়ে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকেন। গাড়ি থেকে চালক এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে। তাদের চিৎকারে যানজটে আটকে থাকা অন্যান্য গাড়ি চালক, সহকারী সহ যাত্রীরা এগিয়ে এলে হাতেনাতে ৭জনকে আটক করে। মারধরের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল ঘটনাস্থল থেকে উল্লেখিত ৭ জনকে আটক করে। পরে মঙ্গলবার গাড়ি চালক তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মঙ্গলবার ভোররাতে পিকআপ গাড়ি চালক রহুল আমিন বাদী হয়ে থানায় আটককৃত ৭ জনসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত তারা

মুরগিবাহী গাড়িতে চাঁদা না পেয়ে চালকসহকারীকে মারধর, গ্রেপ্তার ৭

পোস্ট হয়েছেঃ ০৯:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীজ এলাকায় ফেরির জন্য অপেক্ষমান মুরগিবাহী গাড়িতে চাঁদা না পেয়ে চালক ও সহকারীকে মারধরের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় লোকজন হাতেনাতে ঘটনার সাথে জড়িত ৭জনকে আটক করে পুলিশে দিয়েছে।

আটককৃতরা হলো গোয়ালন্দের দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়ার শুভ মন্ডল (২০), নাসির সরদার পাড়ার জাহিদ সরদার (৩৫), ছাত্তার মেম্বার পাড়ার মনিরুল ইসলাম ওরফে রনি (২০), গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার সাবিক মোল্লা (২০), দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার জাকির হোসেন (৩০), বাহির চর দৌলতদিয়ার নান্নু শেখ (৩৫) ও দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মো. সেলিম প্রামানিক (৩৪)।

মুরগিবাহী পিকআপ গাড়ির (ঢাকা মেট্রো ন-১৭-৬৪৭৭) চালক রুহুল আমিন জানান, আলামিন হোসেন (২৪) নামের সাথে করে সহকারী সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা থেকে মুরগি বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। রাত সোয়া দুইটার দিকে দৌলতদিয়া বরকত সরদার পাড়াস্থ বাংলাদেশ হ্যাচারীর কাছে পৌছে। এসময় তাদের গাড়িটি ওই লাইনের পিছনে পড়ে। আটককৃত ৭জনসহ আরো কয়েকজন লাঠি-সোটা নিয়ে গাড়ির কাছে আসে। এসময় ঘাট দিয়ে গাড়ি পার হতে প্রতি ট্রিপের জন্য তাদের ৪৫০০ টাকা করে দিতে হবে। না দিলে গাড়ি তারা পার হতে দিবে না। এমন দাবীর পর গাড়ি চালক ও সহকারী টাকা দিতে অস্বীকার করে।

উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে গাড়ি থেকে সহকারী আলামিনকে নামিয়ে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকেন। গাড়ি থেকে চালক এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে। তাদের চিৎকারে যানজটে আটকে থাকা অন্যান্য গাড়ি চালক, সহকারী সহ যাত্রীরা এগিয়ে এলে হাতেনাতে ৭জনকে আটক করে। মারধরের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল ঘটনাস্থল থেকে উল্লেখিত ৭ জনকে আটক করে। পরে মঙ্গলবার গাড়ি চালক তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মঙ্গলবার ভোররাতে পিকআপ গাড়ি চালক রহুল আমিন বাদী হয়ে থানায় আটককৃত ৭ জনসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।