ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদক সেবনের দায়ে ৫ মাদকসেবীর প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (২ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শের আলম, পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ও এ এস আই মো. তানভীর হোসেন উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশনের বিপরীত পাশে অবস্থিত মোল্লা বোডিং এ অভিযান পরিচালনা করে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কামারখালীর দাওয়াল পাড়া গ্রামের সোহেল শেখ (৩০), ফরিদপুর সালথা উপজেলার সালথা গ্রামের ওমেদ সরদার এর ছেলে মো. হোসেন (৩০), মানিকগঞ্জের লোখান্ডা গ্রামের আব্দুল আজিজের ছেলে শুকুর আলী (৪০), রাজবাড়ীর ধুনচি বিনোদপুর গ্রামের বাবর আলী (৩৮) একই এলাকার সিরাজুল ইসলাম বাবুর ছেলে মো. শিশির মোল্লা (২৮)।
এ বিষয়ে গোয়ালন্দ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া মোল্লা বোডিং-এ অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।