June 2, 2023, 2:12 pm
শিরোনামঃ
গোয়ালন্দে “ফিটনেস জিম সেন্টার” এর শুভ উদ্বোধন গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা গোয়ালন্দে একজন কৃষকের উপস্থিতিতে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন গোয়ালন্দে গোয়াল ঘরে আগুনে লেগে দুটি গরু দগ্ধ খানগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট রাজবাড়ীতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত খানগঞ্জে জেলা পরিষদের লিজ দেয়া জমিতে রাতের আধারে অবৈধভাবে দখল করা দেয়াল উচ্ছেদ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রধানদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষন কর্মশালা রাজবাড়ীতে ওয়াশ পরিস্থিতি বিশ্লষন ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গোয়ালন্দে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

শেষ হলো প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার বৃক্ষ রোপন কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
  • 743 Time View
শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগান নিয়ে প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার আয়োজিত দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি বুধবার শেষ হয়েছে। গত ১৫ আগষ্ট থেকে গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপসনালয়ে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপন করা হয়। এ পর্যন্ত প্রায় ৮৩০টির মতো গাছ রোপন করেছে বন্ধুসভা।

“যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো” এই শ্লোগান ধারণ করে বুধবার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রেলগেট সংলগ্ন লেকপাড় জামে মসজিদ, উজানচর জামতলা উচ্চ বিদ্যালয়, শামজুদ্দিন মাতুব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলার সহকারী কশিমনারের (ভূমি) কার্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা কার্যালয়সহ এবং দেবগ্রাম ইউনিয়নের কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ১০০ ফলদ গাছ রোপন করা হয়।

এ সময় বন্ধুসভার সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চন্দন কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য মো. ইউনুস হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

এ ছাড়াও বন্ধুসভার উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, সাবেক সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য মইনুল হক মৃধা, এমদাদুল হক পলাশ, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ফরহাদুল ইসলাম, সজিব শাহরিয়ার, শাকিব বিশ্বাস, আমিরুল ইসলাম প্রমূখ সদস্যগন উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ আগষ্ট থেকে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গোয়ালন্দ উপজেলায় বন্ধুসভার সদস্যরা বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপসনালয় ও মাদ্রাসায় ফলদ গাছ রোপন করে। এতে বুধবার পর্যন্ত প্রায় ৮৩০টির মতো গাছ রোপন করে বন্ধুসভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102