• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২১

গোয়ালন্দে মেয়ে হত্যাকারী গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মেয়ে জয়গুনের (৩৫) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় বাবা-মা । বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড দেওয়ান পাড়ার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত জয়গনের পরিবারবর্গ।

এ সময় নিহত জয়গনের বাবা জয়নদ্দিন শেখ লিখিত বক্তব্যে বলেন , আমার মেয়ে মৃত জয়গন বেগমের (৩৫) সাথে উপজেলার উজানচর ইউপির চরকর্ণেশন আঙ্কের শেখের গ্রামের ইসলাম সরদারের ছেলে মুক্তার সরদার (৪২) এর সাথে প্রায় ২০ বছর আগে বিয়ে দেই । তাদের সংসারে ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। সংসার জীবনে মেয়ে জামাই মুক্তার সরদার ও তার বোন আমেনা বেগম (৪৫) বিভিন্ন সময়ে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতো।

চলতি বছর ৩০ জুন দুপুরে তারা পরস্পর যোগসাজশে আমার মেয়ের ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ বিষয়ে আমি গত ৪ এপ্রিল তারিখ মুক্তার সরদার এবং তার বোন আমেনা বেগমকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করি। মামলা দায়ের করা হলেও এখনো আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারা কেউ গ্রেপ্তার হচ্ছে না।

উপরন্ত এ অবস্হায় আসামী এবং তার আত্মীয় স্বজনেরা মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি প্রদর্শন ও ভয়ভীতি দেখাচ্ছে। এতে করে আমি ও আমার পরিবারের সকলেই নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি আমার মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের প্রার্থনা করছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। এ ছাড়া বাদী বা তার পরিবারের কাউকে যদি কেউ কোনরুপ হুমকি দিয়ে থাকে তাহলে তাদেরকেও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর