• ঢাকা
  • শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ৩১ আগস্ট, ২০২১

রাজবাড়ীতে আইনজীবীদের স্মারক লিপি ও বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ ও আইনজীবীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও বিক্ষোভ মিছিল বেড় করা হয়।

সাধারণ আইনজীবী সমিতির আয়োজনে সোমবার বেলা সাড়ে এগারো টায় জেলা বার এসোসিয়েশন প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে সমাবেশে মিলিত হয়। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন।

এর আগে বিক্ষোভ সমাবেশ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোম বলেন, আদালত কখনই মার্কেট নির্মাণ বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেনা। সে কথা ভুলে গিয়ে জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। আমরা হাইকোর্টে রীট করার পর মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখনও আমরা আমাদের জমি ফিরে পাইনি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের যেসব কর্মচারী হামলা করেছিল তাদেরও এখনও বিচার হয়নি। দীর্ঘ পাঁচ মাসেও জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ ও আইনজীবীদের উপর হামলাকারীদের শাস্তি না হওয়ায় রাজবাড়ীর আইনজীবীরা ক্ষুব্ধ ও ব‍্যাথিত।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোম,জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খান মো. জহুরুল হক, অ্যড. মাহবুব রহমান, অ্যড. ওমর আলী প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর