ষ্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মুক্তার হোসেন (৪০)। রফিকুলের বাবার নাম আবদুল খালেক। তিনি কুষ্টিয়ার হাউজিং ব্লক-১-এর বাসিন্দা। মুক্তার একই এলাকার আবুল হোসেনে ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী রাজবাড়ীমেইলকে বলেন, রফিকুল ও মুক্তার রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছোট ছোট ব্রিজ ভেঙে সম্প্রসারণ করা হচ্ছে। নির্মাণকাজের জন্য সেতুর দুই পাশে ভাঙা হয়েছে। এ ছাড়া সংকেতের জন্য দুই পাশে সিমেন্টের ভারী খুঁটি দাঁড় করিয়ে রাখা হয়েছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। খুঁটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
ওই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে খুঁটির সঙ্গে ধাক্কায় গত মঙ্গলবার সকালে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।