হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ জাতীয় পার্টি রাজবাড়ী জেলার কৃষিবিষক সম্পাদক, জেলা কৃষক পার্টির সভাপতি, কেন্দ্রীয় কৃষক পার্টির সদস্য, মিজানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছাত্তার জোয়ারদার এর মৃত্যুতে রাজবাড়ীতে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি রতন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মোমিন, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, পৌরসভার সভাপতি আসাদুজ্জমান চাঁদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিুকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সার্জেন্ট আব্দুল মান্নান।
প্রধান অতিথি এ্যাড খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, আমাদের দলের নেতা মরহুম ছাত্তার জোয়ারদার ছিলেন একজন নির্ভিক কর্মী, তিনি পার্টির জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। আমরা তার শান্তির জন্য আতœার মাগফিরাত কামনা করি। স্বরণসভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন-প্রেসক্লাব জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুছ।