• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ১৩ আগস্ট, ২০২১

দৌলতদিয়ায় ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আনোয়ারা বেগম আনু বাড়ীওয়ালী (৪০) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে প্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৫ নং ওয়ার্ডের পোড়াভিটা এলাকার মৃত রমজান শেখের মেয়ে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এক এজাহারে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মিজানুর রহমান আকন্দসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এসময় তার বসত ঘরের খাটের নিচে একটি সিমেন্টের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল ও তাহার কাছে থাকা মাদক বিক্রির নগদ ৫হাজার ২০০ টাকাসহ আনোয়ারা বেগম আনু বাড়ীওয়ালীকে গ্রেপ্তার করে। সে দির্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি আনু বাড়িওয়ালীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর