শামিম রেজা, রাজবাড়ীঃ মঙ্গলবার বিকালে এসেছি। ফেরি ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। নেই খাবার হোটেল, নেই কোন দোকান পাট। সন্ধ্যার পরে ভূতড়ে পরিবেশ সৃষ্টি হয় এই এলাকায়। সড়কে নেই কোন বাতি। ঘুমানোর জায়গা না থাকায় রাস্তায় সারা রাত গামছা পেতে ঘুমিয়েছি। কখন ফেরিতে উঠবো সেটা জানি না।মঙ্গলবার দুপুরে কথাগুলো বলছিলো চুয়াডাঙ্গা থেকে ফেরি পার হতে আসা পণ্যবাহি ট্রাক চালক আমিরুল ইসলাম।
সরেজমিন দেখা যায়, লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে।সেই সাথে নদীতে তীব্র স্রোত থাকার কারণে ফেরি চলাচল স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুনেরও বেশি সময় লাগার কারণে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যান জট। মঙ্গলবার সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় যাত্রীবাহি বাস ও পণ্যবাহি ট্রাকের সাড়ি রয়েছে। এছাড়াও ফেরিঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় নামক স্থানে আরও ৫ কিলোমিটার এলাকায় অপেক্ষায় আছে পণ্যবাহি ট্রাক। এসব পণ্যবাহি ট্রাক গুলো মঙ্গলবার বিকাল থেকে রাতে এসেছে। ওই এলাকাতে নেই খাবার হোটেল। ফলে কোন ট্রাক চালককে খাবার খেতে হলে তিন কিালোমিটার পথ পাড়ি দিয়ে গোয়ালন্দ মোড় অথবা কল্যানপুর বাজারে গিয়ে খাবার খেতে হচ্ছে। বাথরুমের ব্যবস্থা না থাকায় আশপাশের মাঠে গিয়ে বাথরুমের কাজ সাড়তে হচ্ছে। ঘুমানোর জায়গা না থাকায় লুঙ্গি বা গামছা পেতে ট্রাকের নিচে বা মহাসড়কের পাশে ঘুমাতে হচ্ছে। এক কথায় চরম ভোগান্তিতে রয়েছে ফেরি পারের অপেক্ষায় থাকা পণ্যবাহি ট্রাক চালক ও তার সহযোগীরা।
যশোর থেকে আসা রফিকুল ইসলাম জানায়,আমাদের ভোগান্তির শেষ কোথায়? ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে দুই দিন। ঘাট এলাকায় আটকে থাকলেও দুই বেলা খেতে পারতাম। এমন একটা জায়গায় আছি যেখানে খাবারের ব্যবস্থাও নেই। ফরিদপুর থেকে আসা রবিন হোসেন জানান, মঙ্গবার দিবাগত রাত দুই টায় গোয়ালন্দ মোড়ে এসেছি। ফেরি ঘাটে প্রচুর জ্যাম থাকায় পুলিশ এখানে আটকে রেখেছে। যে এলাকায় সারা রাত ছিলাম সেখানে নেই আলোর ব্যবস্থা। খাবার হোটেল না থাকায় কলা আর রুটি খেয়ে রাত কাটিয়েছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে দ্বিগুনের বেশি সময় লাগছে ফেরি পারাপারে। এছাড়াও লকডাউন শিথিল হওয়ার কারণে যানবাহনের চাপ রয়েছে। যে কারনে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়ে রয়েছে। তবে যাত্রীবাহি পরিবহনের কোন সিরিয়াল নেই। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীবাহি পরিবহন গুলো কোন প্রকার ভোগান্তি ছাড়াই ফেরি পারাপার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। সেই সাথে ঘাট এলাকায় আটকে থাকা পণ্যবাহি ট্রাক গুলো যাত্রীবাহি বাসের সাথে পারাপার করা হচ্ছে। এই রুটে ছোট বড় মিলে মোট ১৫ টি ফেরি চলাচল করছে।