নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গত বুধবার রাতে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত জানায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম গ্রামের দরিদ্র তোফাজ্জেল শেখ এর নাবালিকা কিশোরীর সঙ্গে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার সেকেন মন্ডলের ছেলে ছালাম মন্ডলের সাথে বিয়ে ঠিক হয়। পূর্ব নির্ধারিত দিন তারিখ অনুযায়ী গত বুধবার (৪ আগষ্ট) গভীর রাতে কনে বাড়িতে চলে বিয়ের আয়োজন। যথারীতি আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশী সকলেই বাড়িতে হাজির। আয়োজন করা হয় বিভিন্ন প্রকারের খাবারের। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাল্যবিবাহ চলাকালে খবর পেয়ে রাতেই আনছার বাহিনীর সদস্যদের সাথে করে হাজির হন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।
প্রশাসনের খবর পেয়ে অভিভাবকরা বাড়ি থেকে বর ও কনেকে পালাতে সহযোগিতা করে। পরে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর রাত দশটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের সহযোগিতায় হাজির করা হয় বর ও কনেকে। এসময় তিনি কনে এবং ছেলে পক্ষের সাথে সরাসরি কথা বলে বুঝতে পারেন এটি বাল্যবিবাহের আয়োজন চলছিল। বাল্যবিবাহের কুফল সর্ম্পকে উভয় পক্ষকে বোঝাতে সক্ষম হন। পরে তারা তাদের ভুল বুঝতে পারলে আর্থিক দৈন্যতা ও সামাজিক বিষয় চিন্তা করে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ৫ মোতাবেক ছেলে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা এবং এরকম কাজ করবে না মর্মে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহন করে ছেড়ে দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, বাল্যবিবাহের গোপন সংবাদ পেয়ে কনের বাড়ীতে আমাদের উপস্থিতি টের পেয়ে বর ও কনেকে বাড়ি থেকে বের করে দেন। স্থানীয় ইউপি সদস্য উসমান কাজির সহযোগিতায় আড়াই ঘন্টা পর তাদেরকে বাড়িতে হাজির করা হয়। পরে বাল্যবিবাহ নিশ্চিত হওয়ার পর ওই কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গিকার আদায় করেন। সাথে তিনি বাল্যবিবাহ নিরোধ আইনে ছেলে পক্ষের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।