Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

গোয়ালন্দ ফাউন্ডেশনের উদ্যোগঃ “এখানে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন চলছে”

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ আগস্ট ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজার প্রধান সড়ক রেলস্টেশন সংলগ্ন মুঠোফোন বিক্রি প্রতিষ্ঠান ‘গোয়ালন্দ টেলিকম’। প্রতিষ্ঠানটির একপাশ দখল করে দুটি ল্যাপটপ ও একটি প্রিন্টার যন্ত্র নিয়ে বসে আছেন দুই তরুন। প্রতিষ্ঠানের সামনে সাটানো একটি ডিজিটাল ব্যানার। তাতে বড় অক্ষরে লেখা রয়েছে ‘এখানে কোভিড-১৯ এর ফ্রি রেজিস্ট্রেশন করা হয়’। আয়োজনে গোয়ালন্দ ফাউন্ডেশন।

মহামারী করোনার থেকে সুরক্ষা পেতে সরকারি উদ্যোগে দেয়া হচ্ছে প্রতিষোধক টিকা বা ভ্যাকসিন। আর এই টিকা নেওয়ার জন্য করতে হয় নিবন্ধন। কিন্তু এখনো গ্রামাঞ্চলের সাধারণ মানুষের অনেকে টিকা নিতে নিবন্ধন করতে অনিহা রয়েছে। আবার অনেকের মাঝে অজ্ঞতাও রয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে টিকার নিবন্ধন করতে পারে সেই লক্ষ্যে গত এক সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছে গোয়ালন্দ উপজেলার অন্যতম সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “গোয়ালন্দ ফাউন্ডেশন”।

টিকা গ্রহণের জন্য শহরে বসবাসরত লোক সহজেই নিবন্ধন করতে পারলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এখনো বুঝতেই পারছেন না কিভাবে করোনা প্রতিষোধক টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে বিনা মূল্যে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় গিয়ে করোনা টিকা গ্রহণের জন্য গত ৩০জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে গোয়ালন্দ ফাউন্ডেশন।

গোয়ালন্দ টেলিকমে প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত কাজ করছেন শেখর আহমেদ বাবু, আমিনুল ইসলাম পিয়াল ও জুয়েল সরদার। তাদের এ মহোৎ কার্যক্রমকে স্বাগত জানাতে গত সোমবার (২ আগস্ট) দুপুরে গোয়ালন্দ টেলিকম পরিদর্শনে আসেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুএ জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ। এ সময় তারা গোয়ালন্দ ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে যারা বিনামূল্যে কাজটি করছেন তাদের প্রত্যেককে অভিবাদন জানান।

এই কার্যক্রম সফল করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গোয়ালন্দ ফাউন্ডেশনের অন্যতম স্বেচ্ছাসেবক মো. আশরাফুল আলম, প্রকৌশলী ফকীর আব্দুল মান্নান, সোয়েব হাসান, শেখর আহমেদ বাবু, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম পিয়াল, জুয়েল সরদার, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ সদস্যবৃন্দ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক শেখর আহমেদ বাবু বলেন, আমরা এখন পর্যন্ত পাঁচ শতাধিক বিনামূল্যে রেজিষ্ট্রেশন এবং টিকা কার্ড প্রদান করতে পেরেছি। সেই সাথে জনসচেতনতা তৈরি করে যাচ্ছি।

আরেক স্বেচ্ছাসেবক আশরাফুল আলম বলেন, গোয়ালন্দ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি সফলের জন্য সদস্যদের একটি ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে। গ্রুপে সকল সদস্যের সিদ্ধান্ত মোতাবেক আমরা গত ৩০ জুলাই থেকে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। আগামী ৭ আগস্ট পর্যন্ত তা চলবে।

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, গোয়ালন্দ ফাউন্ডেশন দেশের এই করোনাকালীন সংকটময় মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবীদার রাখে। তাদের সফলতা কামনা করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস

দেবগ্রাম আশ্রয়ণে আগুনে পোড়া ১০ পরিবারের পাশে বিএনপি নেতা আসলাম মিয়া 

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর, স্তুপ থেকে পোড়া বই খুঁজছে সোহাগী

কাইয়ুম মিয়া আহবায়ক ও সদস্য সচিব এনামুল করিম; জিয়া মঞ্চ ফরিদপুর মহানগরের নতুন কমিটি

একই মঞ্চে স্বামী-স্ত্রীর বিদায় সংবর্ধনা; ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরে আবেগঘন পরিবেশন

রাজবাড়ী থেকে চুরি করা মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, আন্তজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং মেশিন পাইপ ধ্বংস

মহাসড়কে উল্টে পড়া নসিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, নসিমন চালক গুরুতর আহত

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস