রাজবাড়ীমেইল ডেস্কঃ চলমান ‘কঠোরতম’ বিধিনিষেধের মধ্যে শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য লঞ্চ চলাচল শুরু হয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে ১ আগস্ট থেকে শিল্ল কারখানা চালুর অনুমতি দিয়েছে সরকার। এ অনুমোতির পর রাত ৯টার দিক থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথেও লঞ্চ চলাচল সীমিত পরিসরে চালু হয়েছে।
এই খবর প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হয়েছেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান–রিকশাসহ নানাভাবে ঢাকা আসছেন তারা।
এই পরিস্থিতিতে আজ শনিবার সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রাত ৮টার দিকে বিআইডব্লিউটিএ–এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্ত থেকে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।’
কারণ ব্যাখ্যায় মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, যেহেতু পহেলা আগস্ট থেকে শিল্প কলকারখানা চালু হচ্ছে। তাই শ্রমিকদের যাতায়াতের কথা বিবেচনা করে নৌপথে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।