• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২১

গোয়ালন্দে ৪গ্রাম হেরোইনসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
কামাল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার  (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার জামতলা এলাকা থেকে মো. মাসুদ রানা (৩৫) ও মো. আলতাব শেখকে (৩২) গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো পৌরসভা ৫নং ওয়ার্ড বেপারী পাড়া এলাকার মৃত কোরবান আলী বেপারীর ছেলে মো. মাসুদ রানা, রাজবাড়ীর কালুখালীর ব্রীগোপালপুর এলাকার মৃত লুৎফর শেখের ছেলে মো. আলতাব শেখ। এ সময় সেখান থেকে পালিয়ে যায় গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকার অজ্ঞাতের ছেলে আলমাছ (৩৫)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মো. মোজাম্মেল হক, এস.আই মো. মামুন মিয়া, এস.আই দেওয়ান শামীম খাঁন সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ মাসুদ রানা, আলতাবকে গ্রেপ্তার করে। এ সময় আলমাছ নামের এক মাদক কারবারি সেখান থেকে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার রাজবাড়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামী আলমাছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর