Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. আলোচিত খবর

দৌলতদিয়ায় ভাঙনঃ নির্ঘুম রাত পার করলেন ভাঙন কবলিত পরিবার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুলাই ২০২১, ৮:৫১ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিনিধি, গোয়ালন্দঃ “রাতভর জাইগা এইহানে বসে ছিলাম। ঘুম কি আর আহে। আমাগোর কিসের ঘুম। সব খোলা রাস্তায় পইরা আছে। আবার কহন কি চুরি হয়”। কথাগুলো মনের কস্ট থেকে এভাবে ব্যাক্ত করছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট সংলগ্ন এলাকার ভাঙনের শিকার পাখি বেগম (৬৫)।

দৌলতদিয়া লঞ্চ ঘাট মজিদ শেখের পাড়ার মৃত ইউসুফ মোল্লার স্ত্রী পাখি বেগমের দুটি ঘর সহ বসত ভিটা মঙ্গলবার সকালে চোখের পলকে পানিতে তলিয়ে যায়। চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না তাদের। চার মেয়ে, মেয়ে জামাই ও নাতীদের সাথে করে সামান্য কিছু ঘরের সরঞ্জমাদি নিয়ে নির্ঘুম রাত কাটান পাশের লঞ্চ ঘাট সড়কে।

বুধবার সকালে দেখা যায়,সামান্য কিছু ঘরের জিনিসপত্র মেয়ে ও জামাইকে সাথে করে অন্যত্র ছুটে চলছেন। তিনি বলেন, কোথায় যাব কোন ঠিক ঠিকানা নাই। গত রাতভর এই খোলা জায়গায় রাত কাটান সবাই। তিনি ক্ষোভের সাথে বলেন, এইবার দিয়া চারবার ভাঙনের কবলে পড়লাম। ৮ বছর আগে ঢল্লাপাড়া ছিলাম। সেখান থেকে দুই বছর পর ভাঙলে চলে আসি ১ নম্বর ফেরি ঘাটে। সেখানেও ভাঙন হলে আসি মজিদ শেখের পাড়া। দুই বছর আগে আবারও ভাঙলে পাশেই লঞ্চ ঘাটের কাছে আসি।

দৌলতদিয়ায় দেখা যায়, লঞ্চ ঘাট সড়ক ও ১ নম্বর ফেরি ঘাট সড়ক জুড়ে ভাঙন কবলিত পরিবার ভাঙা ঘরের টিন ও জিনিসপত্র এনে ফেলেছেন। কেউ কেউ সেখানেই কোন রকম ঘুপড়ি মেরে বসে আছেন। আবার অনেকে ঘোড়ার গাড়িতে করে জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ করছে।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার ১০ মিনিটে ৮টি পরিবারের বসত-ভিটাসহ ঘর-বাড়ি তলিয়ে যায়। ৪০ টির মতো পরিবার আতঙ্কে অন্যত্র সরে যায়। আজ বুধবার আরো প্রায় ৫০ টির মতো পরিবার ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছে। ভাঙনের শিকার এসব পরিবার রাস্তার ওপর, হোটেল ঘর সহ খোলা জায়গায় নির্ঘুম রাত কাটিয়েছে।

এলাকায় গ্রামের বাড়ি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ টি করে সাবান দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান জানান, মঙ্গলবার রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল, ডাল, তেল, লবন সহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের পূর্নবাসনের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার