• ঢাকা
  • শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২১

ক্যানসার আক্রান্ত রাজবাড়ীর তমিজ উদ্দিন মল্লিক বাঁচতে চান

অনলাইন ডেস্ক

ইমরান হোসেন, রাজবাড়ীঃ ক্যান্সার এখন আর মরন ব্যাধি নয়। এর চিকিৎসা রয়েছে। কিন্তু চিকিৎসায় প্রচুর অর্থের পয়োজন। যা চালানো এখন অসম্ভব হয়ে পরেছে ক্যান্সারে আক্রান্ত তমিজ উদ্দিন। ষাটোর্ধ মো. তমিজ উদ্দিন মল্লিক গত এক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন।

তার বাড়ি রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার ১ নং ওয়ার্ডে। পরিবারে তার ৩ ছেলে ও স্ত্রী রয়েছে। এখন সে ক্যান্সার থেকে বাঁচতে চান। এখনও সে বাঁচার আশা দেখছেন। আরো কিছুদিন ভালো হয়ে বেঁচে থাকার আশা তার। ঢাকায় ফুসফুসে আক্রান্ত তমিজ উদ্দিন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন চিকিৎসা নিয়ে বর্তমানে অর্থাভাবে বাড়িতে রয়েছেন। সুচিকিৎসা পেলে তিনি এ রোগ থেকে মুক্ত হতে পারবেন বলে আশা করছেন তার পরিবার।

পরিবার থেকে তাদের যা সহায় সম্বল ছিল তা প্রতিদিনের চিকিৎসায় প্রায় শেষের পথে। ক্যান্সার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। পরিবারের কাছে তার চিকিৎসার খরচ বহন করা এখন অসম্ভব হয়ে পরেছে। এতে তার পরিবারটি সংসার চালানো নিয়ে মুশকিলে পরেছেন। তারপর অত্যাধিক খরচ বহন করতে না পারায় দিন দিন অবস্থার অবনতির দিকে যাচ্ছে। তাই সমাজের বৃত্তবান ও শিল্পপতি ও সামর্থবান লোকদের কাছে চিকিসার জন্যে হাত বাড়িয়েছেন। তমিজ উদ্দিনের পরিবারে ৩ ছেলে ও স্ত্রী রয়েছে। ৬ ভাইয়ের মধ্যে তমিজ উদ্দিন ৩য় সন্তান। তাদের পক্ষে সংসার ও চিকিৎসা কেসাথে চালানো এখন দায় হয়ে পরেছে।

ক্যান্সার আক্রান্ত তমিজ উদ্দিনের ছোট ভাই মনোয়ার হোসেন মনো জানান, বর্তমানে বড় ভাইকে বাড়িতে রেখে সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিদিন যে পরিমান খরচ হচ্ছে তা বহন করতে হিমশিম খাচ্ছেন। বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চালানো পরিবারের পক্ষে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সহায় সম্বল সব শেষ করে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যায় বহন করা সম্ভব হচ্ছেনা। তাই, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানের বৃত্তবানদের কাছে হাত বাড়িয়েছেন। প্রয়োজনে নি¤েœ যোগাযোগের জন্যে মুঠোফেন নম্বর দেওয়া হলো ০১৬৩৭ ৯৩৯৬৪৭।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর