Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

করোনায় সচেতনতা সৃষ্টি করতে রাস্তায় গোয়ালন্দ পৌরসভার মেয়র

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ জুলাই ২০২১, ৯:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতিদিন করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অধিক ঝুঁকিতে আছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা। পৌরসভা সহ চারটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার সর্বত্র মহামারী করোনা ছোঁবল মেরেছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে রয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর পক্ষ থেকে উপজেলার হত দরিদ্র মানুষের মাঝে খাবার প্রদানের পাশাপাশি গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল হাঁট-বাজারে সচেতনতা তৈরী করে যাচ্ছেন। হাতে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে করোনার মহামারি থেকে রেহাই পাবার উপায়সহ তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দিচ্ছেন।

শনিবার বাজারের ছাগল হাটা, তরকারি, মাছ বাজার সহ বিভিন্ন পয়েন্টে মানুষকে হ্যান্ড মাইকে বলে সচেতনতা তৈরীর চেষ্টা করেন মেয়র নজরুল ইসলাম মন্ডল। দূর-দূরান্ত থেকে বাজারে আসা সাধারণ মানুষকে অহেতুক ঘোরাফেরা করতে বারণ করেন। জরুরী কাজ থাকলে দ্রুত শেষ করে বাড়ি চলে যাওয়ার অনুরোধ করেন। এসময় কারো মুখে মাস্ক, কারো হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।

গোয়ালন্দ বাজার রেলষ্টেশন সংলগ্ন ছাগল হাটায় গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে মানুষক ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ছাগল বিক্রির জন্য বাজারে এনেছেন। আবার অনেকে কোরবানী দিতে বাজার থেকে ছাগল কিনতেও বাজারে এসেছেন। উভয় পক্ষের মানুষজনের কারনে আনসার ক্লাব সংলগ্ন বাজারে মানুষের বেশ সমাগম দেখা যায়।

পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল হাতে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনার অনুরোধ করে বলেন, এখনো যদি সচেতন না হই, পরিণতি আরো ভয়াবহ হবে। প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিটি ঘরে ঘরে জ্বর-শর্দি, কাঁশি সহ করোনার উপসর্গ গিয়ে ঘরে পড়ে আছে। তারপর মানুষজন কোন তোয়াক্কা না করে হাঁট-বাজারে ভিড় করছেন।

তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল তরিতরকারিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সাথে পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আ.লীগ নুর-আলম, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক মিয়া প্রমূখ রয়েছেন।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মুন্সী বলেন, তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং তাঁর নিজস্ব উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে প্রতিদিন হত দরিদ্র অর্ধ সহস্রাধিক মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে। উপজেলার উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল-ডাল সহ খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা