ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধান মন্ত্রীর ঘোষিত প্রণোদনার ঋন হিসেবে চেক বিতরন করা হয়েছে। বুধবার (৩০ জুন) বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজবাড়ী জেলা শাখার আয়োজনে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে সদর উপজেলার হল রুমে এ ঋনের চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঋনের চেক বিতরন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী পল্লী উন্নয় কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
ঋন বিতরন অনুষ্ঠানে সদর উপজেলার ৩৬ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধান মন্ত্রীর ঘোষিত ২ লক্ষ টাকা করে মোট ৭২ লক্ষ টাকার প্রনোদনার চেক প্রদান করা হয়।