ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মাস্ক না পরায় তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে শহরের বড়পুলে, রেলগেট, কাঁচা বাজার, ফলবাজার ও পিঁয়াজ বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিটিভ ম্যাজিষ্ট্রেট মো. আরিফুজ্জামান।
অভিযানকালে সরকারী আইন না মানা, স্বাস্থ্য বিধি লংঘন ও মাস্ক ব্যবহার না করায় দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তিন জনকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, করোনা সংক্রমণ রোধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এস.আই) মো. আমিনুল হাসান প্রমূখ।