Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. স্বাস্থ্য

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রাজবাড়ী প্রশাসন

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ জুন ২০২১, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল মৃধা, গোয়ালন্দঃ দেশে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় সরকার সাত জেলাতে কঠোর লকডাউন ঘোষণা করেছেন। সেই সাত জেলার মধ্যে রাজবাড়ীও রয়েছে। লকডাউন মানাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশ কাজ করছে একসাথে। সকাল থেকেই তারা যৌথভাবে বিভিন্ন উপজেলা ও শহরগুলোতে টহল শুরু করেছে।

ভোর ৬টা থেকে শুরু হওয়া ৭ দিনের এই লকডাউন সফল করতে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নিজে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এছাড়া তাঁদের নির্দেশে জেলার ৫টি উপজেলার নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ (ওসি) সহ নিজ কর্মস্থল লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তবে প্রতিবারের মতো এবারও লকডাউনে প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে সাধারণ মানুষ। লকডাউন মানতে তারা নারাজ। প্রশাসনের কোন গাড়ী দেখলেই তারা দ্রুত দৌড়ে পালানো সহ দোকাট বন্ধ করে সটকে পড়ছেন। আবার প্রশাসনের গাড়ী চলে গেলেই তারা দোকানপাট খুলে তাদের ব্যবসা-বাণিজ্য শুরু করছেন।

মঙ্গলবার (২২ জুন) সকালে সরেজমিন গোয়ালন্দ মোড়ে গিয়ে দেখা যায়, রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গঠিত টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে। জরুরী ও কাঁচাপণ্য দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো বন্ধ করে দিচ্ছেন। এছাড়া অনেক ব্যক্তিগত গাড়ী তারা ফিরিয়ে দিচ্ছেন। জরুরী সেবামূলক যানবাহন ছাড়া কোন যানবাহন তারা রাজবাড়ীতে ঢুকতে ও বাহির হতে দিচ্ছেন না।

বেলা ১২টার দিকে লকডাউন পরিস্থিতি দেখতে গোয়ালন্দ মোড় আসেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। পরিদর্শনে এসে তাঁরা লকডাউন মেনে চলতে উপস্থিত সবাইকে আহবান জানিয়ে সতর্ক করেন এবং করোনাভাইরাস রোধে সবাইকে মাস্ক ব্যবহার করতে বলেন ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্যও আহবান জানান।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, জনগণের ভালোর জন্য সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে আন্তরিকতার সাথে সরকার ঘোষিত সকল নির্দশনা মেনে চলা। আমরা লকডাউন না মেনে বিশৃঙ্খলাভাবে ঘুরাফেরা করি, তাহলে সবার জন্যই সামনের দিনগুলোতে ভয়াবহতা অপেক্ষা করছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, লকডাউন না মানার কোন সুযোগ নেই। আমাদের নিজেদের জন্যই লকডাউন মানতে হবে। পরিবার ও দেশের কথা ভেবে সরকার ঘোষিত সকল নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। লকডাউন মানাতে প্রয়োজনে আমরা আরো কঠোর অবস্থানে যাবো। আমরা চাচ্ছি, নিজেদের জায়গা থেকে আমরা সচেতন হয়। আমরা সচেতন হলেই করোনা মোকাবেলা করা সম্ভব।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের নির্বাচনে বিজয় চেয়ারম্যান, সানজিদা সেক্রেটারি নির্বাচিত

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পদ্মা নদীতে ফেলা হাজারি বরশিতে পাওয়া এক বোয়াল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেঁকে বসেছে শীত, রাতে পৌছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র কম্বল

দৌলতদিয়ায় অল্পতে রক্ষা পেল কার্ভাডভ্যান, ১০ ঘন্টা পর ৭নম্বর ফেরি ঘাট চালু

বালিয়াকান্দিঃ ঝগড়ার প্রতিশোধ নিতে গৃহবধুকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি

পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ

দৌলতদিয়া আবাসিক বোডিংয়ে পাওয়া গেলো যুবকের অর্ধ গলিত লাশ

শোক সংবাদ, বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু