মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো সহ জাতীয় পত্রিকার সংবাদপত্র এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের জানালার গ্রিল কেটে নগদ চার লাখ টাকা ও একটি বিক্রয়যোগ্য নতুন ষ্মার্ট ফোন চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার দিবাগত গভীররাতে গোয়ালন্দ বাজার রেলষ্টেশন সংলগ্ন ‘আফজাল ষ্টোর’ এর দোকানে চুরির ঘটনা ঘটে। জাতীয় দৈনিক পত্রিকার এজেন্ট এর পাশাপাশি আফজাল বিকাশ এজেন্ট ও ফ্লেক্সি লোডের ব্যবসার সাথে জড়িত আছেন।
চুরি যাওয়া দোকানের মালিক আফজাল জানান, তিনি শুক্রবার দোকানে আসেননি। তার ছোট ভাই ফাহাদ হোসেন সারাদিন দোকান করে রাতে নগত চার লাখ টাকা দোকানে ক্যাশের মধ্যে রেখে বাসায় যান। ফাহাদ পরদিন শনিবার সকালে প্রতিদিনের মতো দোকানে এসে দেখে দোকানের পিছনের জানালার দরজা খোলা ও গ্রিল কাটা। পরে দেখে ক্যাশের মধ্যে থাকা নগত টাকা ও একটি ষ্মার্ট ফোন নেই।
চুরি যাওয়া দোকানের মালিক আফজাল হোসেন বিষয়টি গোয়ালন্দ থানাকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আফজাল হোসেন এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়ালন্দ থানার উপপরিদর্শক(এস.আই) মো. মিনহাজ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া বিষয়টি আমরা খতিয়ে দেখছি।