মইন মৃধা, গোয়ালন্দঃ ওজনে কম দেওয়ার অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা তেল পাম্পের ম্যানেজার সুশান্ত সরকার কে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টায় জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে তেলের পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সপ্তবর্ণা তেল পাম্পের ম্যানেজার সুশান্ত সরকারকে ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বি,এস,টি,আই পরিদর্শক উৎপল কুমার ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক এর সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয়ের পেসকার শফিকুল ইসলাম রানা এবং রাজবাড়ী থানার এস.আই রিপন সহ পুলিশের একটি টিম এ ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, তেলের মাপে কম দেয়ার সপ্তবর্ণা তেলের পাম্পকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান আদালত।