রাজবাড়ীমেইল ডেস্কঃ মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ও অসচ্ছল আলেম-ওলামাদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। নিজস্ব তহবিল থেকে ওই প্রণোদনা প্রদান করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা লীগের সভাপতি মোস্তফা মাহবুবুল মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার।
পরে উপস্থিত ৬৫ জন আলেম ওলামাকে জনপ্রতি ২ হাজার টাকা করে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।