ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় ট্রেনে কেটে বিপ্লব দেবনাথ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বিপ্লব জেলা শহরের বিনোদপুর গ্রামের দুলাল চন্দ্র দেবনাথের ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গা গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশন পার হয়ে জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় পৌছে। এসময় বিপ্লব দেবনাথ রেললাইন পার হওয়ার সময় অসাবধনতা বশত হয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এস.আই) আসাদ মিয়া জানিয়েছেন, ঘটনাস্থলেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর উদ্ধার করা হয়। এখন পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।