ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নজরুল ইসলামকে (৪৫) রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত লোকমান আলী সেক এর ছেলে। তাকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোতাবেল মুন্সী, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নজরুল ইসলামকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০১৭ সালের ১০ মে গোয়ালন্দ ঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে একটি মামলা (নং-৮) দায়ের হয়। ওই মামলায় রাজবাড়ীর জেলা দায়রা জজ আদালত চলতি বছর মার্চ মাসের মাঝামাঝিতে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা রায় ঘোষনা করেন। একই সাথে আদালত তাকে ১০ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর ২১ মার্চ গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির নির্দেশনা আসে।
এএসআই মোতালেব মুন্সী জানান, আদালতের রায় ঘোষনার পর থেকে সে পলাতক থাকলে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানাপত্র হাতে পাওয়ার পর তাকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীররাতে তাকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রোববার কারাগারে প্রেরণ করা হয়।