রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মূলঘর-মধুখালি অভ্যন্তরিন সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামুন (২৫) নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে বসন্তপুর ইউপির কোলারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন বরগুনা জেলার তালতলির আমতলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মামুন বেশ কিছু দিন ধরে রাজবাড়ীর রাজাপুর এলাকায় এক্সেভেটর (মাটি কাটার যন্ত্র) চালক হিসেবে কাজ করে আসছিলেন। সন্ধ্যার আগে তিনি মোটরসাইকেল নিয়ে সদর উপজেলার কোলারহাট আসেন। সে সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত বলে ঘোষনা করে। বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।